নোয়াখালী ঘুরে দেখার মত যত স্থান
১। নিঝুম দ্বীপ
২। হাতিয়া দ্বীপ
৩। মুছাপুর ক্লোজার
৪। বীরশ্রেষ্ঠ শহীদ মো রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
৫। বজরা শাহী জামে মসজিদ
৬। নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক
৭। গান্ধী আশ্রম
৬৪ জেলার তথ্য নিয়ে ই-বুক লেখার কাজ শুরু করেছি ইনশাআল্লাহ। ই-বুকের সব আপডেট পাবেন অদেখা বাংলার খোঁজে ফেসবুক পেজে। লাইক দিয়ে রাখতে পারেন।
ই-বুক পাবলিশ হওয়ার তথ্য ই-মেইল বা মোবাইলে সবার আগে জানতে গুগল ফর্ম ফিলাপ করে রাখতে পারেন, গুগল ফর্ম লিংক।
বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর ছবি নিয়ে একটি ইন্সটাগ্রাম প্রোফাইল সাজাচ্ছি। ফলো করতে পারেন, odbangla
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখ করা স্থান ব্যাতীত আরো কোন স্থান সম্পর্কে যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি পোস্ট যোগ করে দিবো।
ভ্রমণ শপথ
- প্রকৃতিকে ভালোবাসবো, নোংরা করবো না।
- স্থানীয় মানুষদের সম্মান করবো, বিবাদে যাবো না।
ম্যাপের ছবিটি daily bangladeshওয়েবসাইট থেকে সংগৃহীত
আপনার মতামত জানান